জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের এক ছাত্রীর সঙ্গে রাজধানী পরিবহনের একটি বাসের সহকারীর অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৩০টি বাস আটক করেছেন।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় যাওয়ার জন্য ওই ছাত্রী রাজধানী পরিবহনের একটি বাসে উঠেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১২৩০৪৪। অভিযোগ অনুসারে, বাসের সহকারী প্রথম থেকেই তাঁর সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।
ছাত্রীটি হাফ ভাড়া ৫ টাকা দিতে চাইলে সহকারী তা নিতে অস্বীকৃতি জানান। ফুল ভাড়া ১০ টাকা দেওয়ার পরও তিনি কটু কথা শোনান। পরে বাসটি নবীনগর স্মৃতিসৌধ এলাকায় অযাচিতভাবে থামিয়ে রাখলে ছাত্রীটি এর প্রতিবাদ করেন।
ঘটনাটি জানার পর ওই ছাত্রীর সহপাঠীরা মহাসড়কে অবস্থান নিয়ে রাজধানী পরিবহনের বাসগুলো থামানো শুরু করেন। এ সময় এক শিক্ষার্থী আহত হন, যখন একটি বাস থামতে অস্বীকৃতি জানায়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসচালককে মারধর করেন এবং মহাসড়কে বাসের চাবি নিয়ে যাত্রীদের নামিয়ে দেন।
বাস থেকে নামিয়ে দেওয়া এক যাত্রী আনিসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন মিরপুর থেকে কালিয়াকৈর যাতায়াত করি। এরকম ঘটনা প্রায়ই ঘটে। রাস্তার মধ্যে বাস থেকে নামিয়ে দিলে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ জিন্নাহ বলেন, “বাসের সহকারীর আচরণের বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। বাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সমস্যা সমাধানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”
বাসের সহকারীর অশোভন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ ও বাস আটকের ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গিয়ে সাধারণ যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করেছে। প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
0 coment rios: